নিজস্ব সংবাদদাতাঃ আটালান্টিকে টাইটানিকের ধ্বংসাবেশে দেখতে যাওয়া সাবমেরিন টাইটানে কী জীবিত রয়েছেন ৫ যাত্রী? এমন আশঙ্কায় কার্যত প্রহর গুনছে প্রায় গোটা বিশ্ব। ওসানগেট সংস্থার সাবমেরিন টাইটাইনের আকার ছিল একেবারে ছোট। পর্যটকবাহী এই সাবমেরিনে ৫ জনের বসার জায়গা করা হয়। সেই সঙ্গে ওই সাবমেরিনে রয়েছে একটি মাত্র শৌচাগার। বাইরে থেকে যাতে কোনওভাবে জল সাবমেরিনে প্রবেশ করতে না পারে, তার জন্য করা হয় বিশেষ ব্যবস্থা। তবে টানটাইনের জায়গা এতটাই ছোট যে সেখানে ৫ জনের বেশি কেউ প্রবেশ করতে পারবেন না। সিগারেটের মত লম্বা ছোট্ট সাবমেরিনে আর কয়েক ঘণ্টার অক্সিজেন রয়েছে।
ওসানগেটের টাইটান নামে সাবমেরিন রবিবার সেন্ট জন্স থেকে যখন পর্যটকদের নিয়ে রওনা দেয়, তাতে ছিলেন সংস্থার সিইও স্টকসন রাশ। স্টকসনের পাশাপাশি ওই সাবমেরিনে রয়েছেন ৭৩-এর পল হেনরি, ৫৮-র হামিশ হার্ডিং, ৪৮-এর শাহজাদা দাউদ এবং ১৯ বছরের সুলেমান দাউদ।