নিজস্ব সংবাদদাতাঃ অশান্ত বাংলাদেশ। এই আবহে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সে দেশে। সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মহম্মদ ইউনূস।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বাংলাদেশে ৫ অগস্টের পর থেকে আজ পর্যন্ত ২০৫টি হামলার ঘটনা ঘটেছে। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে রীতিমত দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আজ প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দেশবাসীর উদ্যেশে বার্তা দেন যে, '' ওঁরা কি আমাদের দেশের বাসিন্দা নন ? আমরা এক সঙ্গে থাকব, এক সঙ্গে লড়াই করব। ''