নিজস্ব সংবাদদাতা: কোরান পোড়ানো নিয়ে নিন্দা করলেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস। গত সপ্তাহে স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরান পুড়িয়ে দেন এক ব্যক্তি। সেই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস।
এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় পোপ ফ্রান্সিস জানান, যে কোনও ধর্মীয় গ্রন্থকে সম্মান করা উচিৎ। তিন সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, এই ঘটনার কথা জানতে পারার পর তিনি ক্ষুব্ধ এবং একই সঙ্গে বিরক্ত হয়েছে। এই বিষয়টিকে তিনি একেবারেই সমর্থন করছেন না বলেও জানান পোপ ফ্রান্সিস।