নিজস্ব সংবাদদাতা: এবার বড় বার্তা দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা।
/anm-bengali/media/post_attachments/9f8b831a-c49.png)
বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হতে হবে। দ্রুতই তদন্ত টিম করা হবে।
/anm-bengali/media/post_attachments/826b5f8d-c8b.png)
যেহেতু অন্যান্য অনেকগুলোর হচ্ছে, এটাও হয়ে যাবে। কি হবে বলতে পারব না। যে কোনো একটা হইতেই হবে"।
/anm-bengali/media/post_attachments/68536cc2-954.png)
সোমবার ঢাকার পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
/anm-bengali/media/post_attachments/97263e29-1e3.png)