নদী থেকে উদ্ধার হলো ২৮টি মৃতদেহ - বিস্তারিত জানুন!

নদী থেকে উদ্ধার হলো ২৮টি মৃতদেহ - বিস্তারিত জানুন!

author-image
Debapriya Sarkar
New Update
Plane crash

নিজস্ব সংবাদদাতা : ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার অগ্নিনির্বাপক প্রধান জন ডোনেলি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসির রিগ্যান জাতীয় বিমানবন্দরে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা প্রসঙ্গে জানান, "এই মুহূর্তে, আমরা বিশ্বাস করি না যে কেউ বেঁচে আছে। পোটোম্যাক নদী থেকে এখন পর্যন্ত ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা সমস্ত মৃতদেহ খুঁজে বের করে তাদের প্রিয়জনদের হাতে দেহ তুলে দেওয়ার জন্য কাজ করছি।"

30vid-planecrash-wpzv-videoSixteenByNine3000

তিনি আরও জানান, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করতে কঠোর পরিশ্রম করছে এবং প্রয়োজনে আরও উদ্ধার অভিযান চালানো হবে। এই দুর্ঘটনাটি নিয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং নিহতদের পরিবারের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে।