নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দেড় বছর হলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এবার যুদ্ধ নিয়ে ন্যাটোর তরফে ইউক্রেনকে বড় বার্তা দেওয়া হয়েছে। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে ইউক্রেনের ওপর সমস্ত সিদ্ধান্ত ছেড়েছেন। তিনি বলছেন, "শুধুমাত্র ইউক্রেনই সিদ্ধান্ত নিতে পারে কখন রাশিয়ার সাথে আলোচনা করবে"।