নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের দিকে দিকে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। বর্তমানে জানা যাচ্ছে, ইউক্রেনের খারকিভে পণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তারা তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ এই হামলার বিষয়ে জানিয়েছেন। এছাড়াও রাশিয়ান বাহিনী বোহোদুখিভ, চুহুইভ, কুপিয়ানস্ক এবং ইজিয়াম জেলায় হামলা চালিয়েছে। হামলার ফলে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ।