নিজস্ব সংবাদদাতা: কয়েক দিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। জানা যায়, পুতিনকে আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রিগোজিন। কিন্তু তারপরেই শোনা গেল অন্য খবর। সম্প্রতি ইউক্রেন জানিয়েছে যে, ওয়াগনার বাহিনী ধীরে ধীরে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ঘাঁটির দিকে এগোচ্ছে।
ইউক্রেন আরও দাবি করেছে যে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ঘাঁটি দখল করাই ওয়াগনার বাহিনীর মূল উদ্দেশ্য। এমনকি ওয়াগনার বাহিনীর একটি দল রাশিয়ার পারমাণবিক অস্ত্র ঘাঁটির কাছে পৌঁছে গিয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন।