নিজস্ব সংবাদদাতা: আইনি ভাবে ওয়াগনার বাহিনীর কোনও অস্তিত্ব নেই, জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আগ্রাসন চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ওয়াগনার বাহিনী। কিন্তু গত মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালায় এই বাহিনী। পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এই বাহিনী। কিন্তু কয়েক দিনের হামলার পর থেমে যায় ওয়াগনার বাহিনী।
ওয়াগনার বাহিনীর নাম না করেই পুতিন এক সাক্ষাৎকারে জানান, বেসরকারি সামরিক সংস্থাগুলির বিষয়ে কোনও আইন নেই। এর কোনও অস্তিত্ব নেই। গত ২৯ জুন ৩৫ জন ওয়াগনার কমান্ডার এবং এই এই বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন পুতিন।