ধ্বংসস্তুপে পরিণত জাপান! আচমকা জেগে উঠল আগ্নেয়গিরি, কাঁপছে দেশবাসী

জাপানের অদূরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
earthsss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরটা খুব খারাপভাবে শুরু হয়েছে জাপানের (Japan)। আজ ভারতীয় সময় দুপুর ১২.৪০ মিনিট নাগাদ জাপানের অদূরে পশ্চিম প্রশান্ত মহাসাগরে . মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার জন্য শক্তিশালী সুনামির আশঙ্কা মধ্য জাপান সহ জাপানের বিস্তৃত অঞ্চলে। ইতিমধ্যে সুনামি আছড়ে পড়ছে জাপানে। ইশিকাওয়া, নিগাতা, টোয়ামা ও ইয়ামাগাতা এলাকার উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গোদের ওপর বিষফোঁড়া হয়েছে আগ্নেয়গিরির আচমকা বিস্ফোরণ। জানা গিয়েছে, জাপানের সুওয়ানোসজিমা দ্বীপে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছে।