নিজস্ব সংবাদদাতা: ভয়েস অফ বাংলাদেশ পোস্ট করল চিন্ময় কৃষ্ণ দাসের উক্তি।
তারা লেখে, চিন্ময় প্রভুর বক্তৃতা যে শোনা যায়নি:
"হিন্দুধর্মে, আমরা পুনর্জন্মের কথা বলি; আমরা বারবার জন্মগ্রহণ করি, আমরা মরি না। তাহলে যারা মরে না তারা কেন মৃত্যুকে ভয় পায়? আমাদের ভগবান শ্রী কৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, তাই জেলের হুমকি দিয়ে আমাদের ভয় দেখাবেন না"।