চৌধুরীহাটে বিশ্বেশ্বরী কালীবাড়ি, জগবন্ধু আশ্রম মন্দির, সত্যনারায়ণ সেবাশ্রম মন্দির ও মগধেশ্বরী কালীবাড়ি লুট

চৌধুরীহাটে বিশ্বেশ্বরী কালীবাড়ি, জগবন্ধু আশ্রম মন্দির, সত্যনারায়ণ সেবাশ্রম মন্দির ও মগধেশ্বরী কালীবাড়ি লুট করা হয়েছে।

author-image
Aniket
New Update
s

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার জানা যাচ্ছে, চট্টগ্রামে চৌধুরীহাটে বিশ্বেশ্বরী কালীবাড়ি, জগবন্ধু আশ্রম মন্দির, সত্যনারায়ণ সেবাশ্রম মন্দির ও মগধেশ্বরী কালীবাড়ি লুট করা হয়েছে। স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। হিন্দুদের উপাসনালয়ে এই হামলা উদ্বেগজনক বলে মনে করছেন সাধারণ মানুষ।