নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শুক্রবার বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আমেরিকানদের অসাধারণ প্রভাব দেখে তিনি বিস্মিত।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, "জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারতীয় আমেরিকানরা আমাদের দেশের উপর যে অসাধারণ প্রভাব ফেলেছে তা দেখে আমি অভিভূত। উদাহরণস্বরূপ, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্যদের ঐতিহাসিক সংখ্যার কথা।"
হ্যারিস মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদী, আপনাকে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। রাষ্ট্রপতির মন্ত্রিসভার যে সব সদস্য এখানে রয়েছেন এবং কংগ্রেসের যে সব সদস্য এখানে রয়েছেন, তাঁদেরও আমরা স্বাগত জানাই।'
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, "আমরা আমেরিকান সংস্থাগুলো থেকে প্রতিবেশী ব্যবসা, হলিউডের স্টুডিও থেকে শুরু করে আমাদের দেশের বিশ্ববিদ্যালয় গবেষণা ল্যাবগুলোতে ভারতীয় আমেরিকানদের প্রভাব দেখতে পাচ্ছি।"
তিনি বলেন, "ভারত আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি আর আমার বোন মায়া যখন ছোটো ছিলাম, তখন আমাদের মা প্রায় প্রতি বছর আমাদের ভারতে নিয়ে যেতেন।"
তিনি আরও বলেন, 'আমি যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিশ্ব ভ্রমণ করেছি, তখন আমি ভারতের বৈশ্বিক প্রভাব দেখেছি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের তৈরি ভ্যাকসিন জীবন বাঁচিয়েছে। আফ্রিকা মহাদেশে ভারতের দীর্ঘদিনের অংশীদারিত্ব সমৃদ্ধি ও নিরাপত্তাকে সমর্থন করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মাধ্যমে ভারত একটি মুক্ত ও উন্মুক্ত অঞ্চল গড়ে তুলতে সহায়তা করে।"