ট্যালকম পাউডার ব্যবহার করেন ? ডিম্বাশয়ের ক্যান্সারের আশঙ্কা

এখনই সাবধান হোন।

author-image
Adrita
New Update
ে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি গরমের দিনে ট্যালকম পাউডার ব্যবহার করেন ? জানেন এর ক্ষতিকর প্রভাব কি? 

6 ways your talcum powder is harmful for your skin | HealthShots

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানাচ্ছে যে, ট্যালকম পাউডারের ব্যবহারের ফলে ডিম্বাশয়ের ক্যান্সারের সম্ভাবনা প্রবল। ক্যান্সার বিজ্ঞানীরা পরীক্ষা করে জানিয়েছেন যে, পরীক্ষার সময়ে এই পাউডার ইঁদুরের শরীরে ব্যবহার করা হয় এবং তার পরেই ক্যান্সারের জীবাণু পাওয়া যায় ইঁদুরের শরীর থেকে। 

Ovarian Cancer - Symptoms, Types, Causes, Treatment & Prevention |  Healthshots

গবেষণায় আরও বলা হয়েছে যে, ট্যালকম পাউডারে ব্যবহৃত ট্যালক মানুষের জন্য ক্ষতিকর। এতে রয়েছে ক্যান্সারঘটিত জীবাণু। বেবি পাউডারেও এই ক্ষতিকর বস্তু পাওয়া যায়। 

10 brilliant uses of talcum powder

Adddd