নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের ওপর ইরান হামলা করেছে। শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এই প্রসঙ্গে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন "সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় সমগ্র বিশ্বের নিন্দা করা উচিৎ। সাংবাদিক সম্মেলন করে ব্লিঙ্কেন বলেন যে এই আক্রমণে "প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র" ব্যবহার করা হয়েছিল। ইজরায়েল প্রাথমিকভাবে অনুমান করেছিল যে দেশটিতে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।
ইজরাইল এই আক্রমণ প্রতিহত করতে পেরেছেন বলে ব্লিঙ্কেন জানান। ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করার আগে এই মন্তব্য করেন ব্লিঙ্কেন। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের তরফ থেকে এই হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। ইজরায়েলের নিরাপত্তা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা করা হয়েছে। হিজবুল্লাহের নেতা হাসান নাসরাল্লাহ এবং অন্যান্যদের হত্যার প্রতিশোধ হিসেবে এই আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।