নিজস্ব সংবাদদাতাঃ পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষিত রাখতে সাময়িকভাবে ১,৫০০ অতিরিক্ত সৈন্য পাঠাবে। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, '৯০ দিনের সক্রিয় সৈন্য মোতায়েন মার্কিন সীমান্ত টহল দলের কাজের পরিপূরক হবে, তবে আইন প্রয়োগকারী বাহিনীর দায়িত্ব পালন করবে না।' রাইডার বলেন, "সীমান্ত এজেন্টদের মুক্ত করতে এবং গুরুত্বপূর্ণ সক্ষমতা ঘাটতি পূরণের জন্য তারা স্থল-ভিত্তিক পর্যবেক্ষণ, ডেটা এন্ট্রি এবং গুদাম সহায়তা পরিচালনা করবে।" প্রায় ২,৫০০ ন্যাশনাল গার্ড সৈন্যের চলমান মোতায়েনের পাশাপাশি এই বাহিনী থাকবে।