নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এবার বড় বার্তা দিয়েছেন।
ম্যাথিউ মিলার বলেছেন, "আমি ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কথা বলেছি এবং আমরা বাংলাদেশ কী পদক্ষেপ নেয় তা দেখতে চাই।
অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সিদ্ধান্তগুলিকে এগিয়ে নিয়ে যাবে, আমরা তাদের এমনভাবে দেখতে চাই যা গণতান্ত্রিক নীতিকে সম্মান করে।"
#WATCH | On the political situation in Bangladesh, US State Department Spokesperson, Matthew Miller says, "... I have already spoken to the interim government in Bangladesh and what steps we want to see... As the interim government makes decisions moving forward, we want to see… pic.twitter.com/PUKxWquky8