নিজস্ব সংবাদদাতা: মার্কিন বিদেশ দফতরের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, গাজায় ইজরায়েলের হামলার জেরে হাজার হাজার প্যালেস্তাইন নাগরিকের মৃত্যু হয়েছে। যা মানবাধিকারের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়েছে। মার্কিন বিদেশ দফতরের ২০২৩ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস রিপোর্টে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়গুলো হল- নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা, জোরকরে বন্দি করা, নির্যাতন করা, সাংবাদিকদের বন্দি করা ও হত্যা করা। ওয়েস্ট ব্যাঙ্কের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকার বিদেশ দফতর।