নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ফের হানা দিয়েছে করোনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ৭টি রাজ্য অর্থাৎ ক্যালিফোর্নিয়া, আরকানসাস, ফ্লোরিডা, মেরিল্যান্ড, নেভাদা, ওরেগন এবং টেক্সাসে ছড়িয়ে পড়েছে করোনা। এবার সেই করোনাই থাবা বসালো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে।
/anm-bengali/media/post_attachments/d83f1a94cc182b331aa7642052f4b859e30ac4089a0c7b7660d4b329f161375b.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, বুধবার লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই তার শরীরে করোনা শনাক্ত হয়। প্রেসিডেন্ট জো করোনার মৃদু উপসর্গে ভুগছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে।
/anm-bengali/media/post_attachments/b9491a34efcaf122803800926b2d63cdcacf36c964361dd253a64fa5fb8778dd.JPG)