নিজস্ব সংবাদদাতা: মার্কিন নির্বাচন নিয়ে চর্চা চলছে। এবার বড় পদক্ষেপ নিলেন জো বাইডেন।
/anm-bengali/media/post_attachments/5d7f50e6-1ee.png)
নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে হ্যারিস রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে তাদের প্রথম যৌথ পাবলিক ইভেন্টে বৃহস্পতিবার জো বাইডেন এবং কমলা হ্যারিস ঐক্যের উৎসাহী প্রদর্শনী করেছেন।
/anm-bengali/media/media_files/pMg42drP40S6yhZ9Qz4u.jpg)
এরফলে নির্বাচনে খেলা ঘুরতে পারে বলে মনে করা হচ্ছে।