নিজস্ব সংবাদদাতা: মেইনের লুইস্টনে গণহত্যার ঘটনার ২৪ ঘন্টা পেরনোর আগেই জোরকদমে তল্লাশি অভিযান শুরু করল মার্কিন সেনা। লুইস্টনের আশপাশ এলাকা তন্ন তন্ন করে অনুসন্ধান চালাচ্ছে সেনারা। কেননা এই ঘটনার মূল অভিযুক্ত রবার্ট কার্ড পলাতক। তাঁর পরিবারের লোকজন তাঁকে আত্মসমর্পণ করতে বললেও, এমনটা এখনও কিছুই ঘটেনি।
কিন্তু এতোবড় ঘটনা ঘটার পর হাত গুটিয়ে বসে থাকতে পারছে না মার্কিন প্রশাসন। স্বভাবতই তল্লাশি অভিযান শুরু করেছে মার্কিন সেনা। গতকাল লুইস্টন শহরের তিনটি স্থানে নির্বিচারে গুলি চালায় আততায়ীরা। যার মূল মাথা ছিল রবার্ট। সেই গণ গুলিবর্ষণে প্রাণ হারান ২২ জন নিরাপরাধ মানুষ, আহত ৫০ থেকে ৬০ জনের বেশি মানুষ। আর তারপরই ভয়ঙ্কর ভাবে তৎপর মার্কিন সেনা।