ভারতের সঙ্গে যুক্ত হতে চায় POK! উত্তাল পাক অধিকৃত কাশ্মীর

গত সপ্তাহের শুক্রবার থেকে পাকিস্তান উত্তাল হয়ে উঠেছে। বিদ্যুৎ ও গমের মুদ্রাস্ফীতির বিরোধিতা করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ পাক সরকারের বিরোধিতা করে। POK-তে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
unrest pok.JPG

নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহের শুক্রবার থেকে পাকিস্তান উত্তাল হয়ে উঠেছে।  বিদ্যুৎ ও গমের মুদ্রাস্ফীতির বিরোধিতা করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ পাক সরকারের বিরোধিতা করে। POK-তে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। যার ফলে শতাধিক পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।  পাক অধিকৃত কাশ্মীরের জনগণের দাবি, খাদ্য, আবাসন, চিকিৎসা এবং স্কুলের মতো মৌলিক অধিকার থেকে অধরা তাঁরা। অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রী দাবি করেছেন, ভারতে ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরকে সরাসরি ভারতের অবিচ্ছেদ্য ঘোষণা করা হয়েছে। যার জেরে কাশ্মীরের মানুষেরা অনেক সুবিধা পাচ্ছেন। অন্যদিকে, POK-এর বাসিন্দারা পাক সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত। সেখান থেকে এই বিক্ষোভ দানা বেঁধেছে। 

shahabaj shariff.jpg

 tamacha4.jpeg