নিজস্ব সংবাদদাতা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে এখনই কোনও সিদ্ধান্তের পথে হাঁটছে না।
জাতিসংঘে ডেপুটি মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড এদিন জানিয়েছেন, “আমি ব্রিফিংয়ে আসলে কী আলোচনা করা হয়েছিল তা নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে এমন অনেক দেশ আছে যারা হামাসের হামলার নিন্দা করেছে। ইসরায়েলের পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং অত্যন্ত বিপজ্জনক”।
অথচ এই বিষয়ে সব জানা থাকলেও, এই মুহুর্তে ডেপুটি মার্কিন রাষ্ট্রদূত আর কিছু বলতে রাজী হননি। যা নিয়ে নতুন করে উত্তাপ ছড়াবে বলেই মনে করছে একাংশ।