নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের ওডেসায় রাশিয়ার 'নির্লজ্জ' হামলার নিন্দা জানিয়েছে ইউনেস্কো। ইউনেস্কো এক বিবৃতিতে বলেছে, "বিশ্ব ঐতিহ্যবাহী স্থান 'দ্য হিস্টোরিক্যাল সেন্টার অব ওডেসা'র আবাসস্থল ওডেসা শহরের কেন্দ্রস্থলে রুশ বাহিনীর নির্লজ্জ হামলার ঘটনায় ইউনেস্কো গভীরভাবে মর্মাহত এবং তীব্র নিন্দা জানাচ্ছে।"
কিয়েভের শস্য রফতানির অনুমতি প্রদানকারী শস্য চুক্তি থেকে মস্কো সরে আসার পর কৃষ্ণ সাগরের শহর এবং ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরে রাশিয়ার সর্বশেষ হামলায় কমপক্ষে দু'জন নিহত হয়েছে।
ইউনেস্কো প্রধান অড্রে আজোলে বলেন, 'রাশিয়ার হামলা ইউক্রেনের সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধিকে চিহ্নিত করেছে।'