নিজস্ব সংবাদদাতাঃ এবার ট্রেনে চেপেই আপনি যেতে পারবেন সুদূর। প্রথমে শুনলে যে কেউ চমকে উঠবেন। কিন্তু এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটতে চলেছে। দিল্লি, মুম্বই, গোয়ার মতো এবার যাওয়া যবে মঙ্গল গ্রহে। তাও কিনা আবার ভায়া চাঁদ হয়ে। তাও আবার বুলেট ট্রেনে চেপে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, এই অসম্ভবকে বাস্তবে রূপ দিতে পরিকল্পণা ছকে ফেলেছে জাপান। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, জাপানের বুলেট ট্রেন উপগ্রহ হয়ে পৌঁছবে অন্য গ্রহে। দুই জায়গাতেই হবে প্রাণের সঞ্চার। আর পৃথিবীর মানুষ দিয়ে হবে এই প্রাণ সঞ্চার।
এছাড়াও, তৈরি করা হচ্ছে দুই জায়গায় থাকার ব্যবস্থা। যার মধ্যে থাকবে আর্টিফিসিয়াল গ্র্যাভিটি। ব্যবস্থা থাকবে সকলের যাতায়াতের ব্যাবস্থা। ব্যবস্থা করা হবে সবুজায়নেরও। থাকবে নদী, পার্ক, জল সবকিছুই। থাকবে ১৩০০ ফিট উচ্চতার বিল্ডিং। এর প্রোটোটাইপ ২০৫০ পর্যন্ত তৈরি করা যবে বলে জানিয়েছেন জাপানের বিজ্ঞানীরা।