নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সুদানে সংঘর্ষের নিন্দা জানিয়ে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, 'গুতেরেস উত্তর দারফুরে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীর মৃত্যু ও আহত সহ বেসামরিক নাগরিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।' জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা অবিলম্বে লড়াই বন্ধ এবং সংলাপে ফিরে আসার আহ্বান পুনর্ব্যক্ত করে জোর দিয়ে বলেন, 'এই সংকট থেকে উত্তরণের উপায় খুঁজতে তিনি আঞ্চলিক নেতৃবৃন্দ ও সুদানের স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।' স্টিফেন দুজারিক বলেন, "জাতিসংঘ মহাসচিব পক্ষগুলোকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন, যার মধ্যে জাতিসংঘের সকল কর্মী, তাদের প্রাঙ্গণ ও তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতাও রয়েছে।"