নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি উত্তর কোরিয়াকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছেন। উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে নেতা কিম জং উনের অধীনে পারমাণবিক হামলা প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেছে। উত্তর কোরিয়ার সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, 'মহাসচিব উত্তর কোরিয়াকে অবিলম্বে আর কোনো অস্থিতিশীল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।' প্রযুক্তিগতভাবে উন্নত সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা কিমের সামরিক আধুনিকীকরণ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল। গুতেরেস উত্তর কোরিয়াকে নিরাপত্তা পরিষদের সকল প্রাসঙ্গিক রেজুলেশনের অধীনে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পুরোপুরি মেনে চলতে এবং টেকসই শান্তি এবং কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ ও যাচাইযোগ্য পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।