‘TRF-এর হয়ে জাতিসংঘে কোন দেশ কথা বলেছিল?’ বিশ্বকে মনে করালেন বিদেশ সচিব
ভারত-পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে যোগাযোগ! সত্যতা সামনে এল
BREAKING : পাকিস্তানকে ধ্বংস করার ক্ষমতা রাখে ভারত ! এবার ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ সৌরভ ভরদ্বাজ
BREAKING : সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি ! ৯ই মে জম্মুর পাঁচ জেলায় বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
ভাঙবে তবু মচকাবে না, পাকিস্তানের আক্রমণের স্বরূপ তুলে ধরলেন আমাদের প্রতিনিধি
BREAKING : এই যুদ্ধ সন্ত্রাসবাদকে শেষ করার যুদ্ধ ! এবার অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ভ্রাতৃত্ববোধ-এর নামে পাকিস্তান সফর! তুলোধোনা করলেন ভারতের এই নেত্রী
BREAKING : দেশের বিষয়ে আমরা সবাই এক ! এবার মোদির পাশে থাকার বার্তা দিলেন এই হেভিওয়েট নেতা
BREAKING : জন্ম থেকেই মিথ্যা বলে পাকিস্তান ! ফের পাকিস্তানকে আক্রমণ করলেন ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী

উমান: আরও এক শিশুর মৃত্যু

উমান হামলায় বৃদ্ধি পেয়েছে মৃতের সংখ্যা। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
New Update
uman

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের উমান শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উমানের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকার্য অব্যাহত রয়েছে। উদ্ধারকার্য চলাকালীন আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে মৃত শিশুদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। মৃত শিশুদের মধ্যে ২ জন ছেলে এবং ৩ জন মেয়ে রয়েছে।

উমানে একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের সামনে পোড়া গাড়িগুলো পড়ে আছে।

এখনও একজন মহিলা নিখোঁজ রয়েছেন। অনুসন্ধান অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই এই হামলার আন্তর্জাতিকভাবে নিন্দা করা হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে, কাস্পিয়ান সাগর এলাকায় রাশিয়ান বিমান থেকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। ভোর বেলা এই হামলা হয় বলে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে।

ইউক্রেনীয় সেনাকর্মীরা উমানে একটি ঘেরা ঘেরে ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন।

উমান ছাড়াও ক্ষেপণাস্ত্র আঘাত হানে চেরকাসি অঞ্চলে এবং ডিনিপ্রোতে। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, আঘাতপ্রাপ্ত ভবনের মধ্যে ৪৬ টি অ্যাপার্টমেন্ট ছিল। যার মধ্যে ২৭ টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, সমস্ত ধ্বংসস্তূপে উদ্ধার  অভিযান চালাতে এখনও অনেক সময় লাগবে। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবার আশংকা করা হচ্ছে। এছাড়াও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ডিনিপ্রোতে দুইজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। নিহতরা সম্পর্কে মা ও ছেলে।

শুক্রবার উমান শহরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত একটি ভারী ক্ষতিগ্রস্থ আবাসিক ভবনের জায়গায় কাজ করার সময় উদ্ধারকারীরা একটি আচ্ছাদিত দেহ বহন করছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, উমানে হামলায় আরও বেশ কয়েকজন আহতের খোঁজ মিলেছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।  আঘাতপ্রাপ্ত ভবনের বাসিন্দারা পাশের একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। তাদের ইতিমধ্যে পোশাক, খাদ্য ও কম্বলসহ মানবিক সাহায্য দেওয়া হয়েছে। হামলার ফলে উমানে বর্তমানে আশংকা, ভয় ও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো মুহূর্তে নতুন করে হামলা হওয়ার ভয় সাধারণ মানুষদের গ্রাস করেছে। তবে ঘটনাস্থলে প্রচুর ইউক্রেনীয় সামরিক বাহিনী মোতায়ন রয়েছে। নতুন করে হামলা হলে তা প্রতিহত করার জন্য ইউক্রেনীয় বাহিনী সতর্ক রয়েছে। 

একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের বায়বীয় দৃশ্য।