নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে "স্বৈরশাসক" বলে উল্লেখ করেছিলেন। অন্যদিকে, শুক্রবারই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই প্রসঙ্গে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেন, "ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানাতে প্রস্তুত হোয়াইট হাউস। আমাদের মধ্যে খুব ভালো বৈঠক হতে চলেছে। তাঁর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।" গত কয়েকদিনের মধ্যে ট্রাম্পের বিপরীতধর্মী কথাতে অবাক হয়েছে আন্তর্জাতিক মহল।