নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী শনিবার ক্রিমিয়ায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে, যার ফলে এলাকাটি খালি করা হয়েছে এবং ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে।
রুশ অধিকৃত উপদ্বীপে রাশিয়ার সরবরাহ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার মধ্যে এটি সর্বশেষ হামলা।
উপদ্বীপের রুশ প্রধান সের্গেই আকসিয়োনভ বলেন, "একটি ড্রোন একটি গোলাবারুদ মজুদ কেন্দ্রে আঘাত হেনেছে, যার ফলে ৫ কিলোমিটার (প্রায় ৩ মাইল) ব্যাসার্ধের মধ্যে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।"