নিজস্ব সংবাদদাতা : ফরাসি সশস্ত্র বাহিনীর মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু আজ ঘোষণা করেছেন যে, ফ্রান্স ইউক্রেনে প্রথম মিরাজ ২০০০-৫এফ যুদ্ধবিমান পাঠিয়েছে। ইউক্রেনীয় পাইলটরা ফ্রান্সে বেশ কয়েক মাস ধরে প্রশিক্ষণ গ্রহণের পর, এখন তারা এই আধুনিক যুদ্ধবিমান নিয়ে ইউক্রেনের আকাশ সুরক্ষায় অংশগ্রহণ করবে। মন্ত্রী লেকর্নু আরও জানান, ফ্রান্সের এই উদ্যোগ ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে তাদের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।