নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যে F-16 যুদ্ধবিমান দিয়ে সহায়তা করছিল সেই সহায়তা সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে। এই সহায়তা বন্ধ হওয়ার পর, ইউক্রেন এখন ফরাসি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ব্যবহার করার পরিকল্পনা করছে।
/anm-bengali/media/media_files/2025/02/06/xQLjHIKPzWGbjyKufZ0K.jpg)
মিরাজ ২০০০ জেটগুলো এমন প্রযুক্তি ধারণ করে, যা শত্রুর রাডার সিগনাল জ্যাম করে দিতে পারে। এর ফলে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং শত্রুর আক্রমণ প্রতিরোধ করা সহজ হবে। মার্কিন সহায়তা বন্ধ হওয়ার পর, ইউক্রেন উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি ফরাসি জেটগুলো ব্যবহার করে নিজেদের নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছে।