নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে এবার ম্যাক্রোঁ দিলেন বড় বার্তা। ম্যাক্রোঁ জানিয়েছন, ইউক্রেন শান্তি চুক্তির পর ইউরোপীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে।
/anm-bengali/media/media_files/7xROXknoSaE1cmG6bYym.webp)
এখন দেখার রাশিয়ার ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি আদতে কবে বাস্তবায়ন হয়।