নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিশেষ সূত্র মারফত মামা খবর অনুযায়ী জানা গিয়েছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা গত কয়েকদিনে রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এসবের মধ্যে রয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি টাগবোট "ফেদর ইউরিউপিন", এবং একটি Mi-8 হেলিকপ্টার। রাশিয়ার একাধিক লক্ষ্যবস্তুতে ইউক্রেনের এই হামলা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, যার ফলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এলাকা গুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/20/axHVyyYBOERQFq5xeCCx.jpg)