নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনে সোভিয়েত আমলের দুর্ভিক্ষকে 'গণহত্যা' আখ্যা দিয়েছে কাউন্সিল অফ ইউরোপ। ইউরোপের কাউন্সিলের সংসদীয় পরিষদ সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের অধীনে ইউক্রেনে ১৯৩০-এর দশকে লক্ষাধিক অনাহারকে "গণহত্যা" হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের কাউন্সিলের সংসদীয় পরিষদের প্রায় প্রত্যেকেই এর পক্ষে ভোট দিয়েছে বলে জনা যাচ্ছে। উল্লেখ্য, বর্তমানেও যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে ইউক্রেন। যার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে ইউক্রেনে।