নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় বহু সাধারণ মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেন, “একটি গুরুত্বপূর্ণ খ্রিস্টান ধর্মীয় উৎসবের দিনে এমন হামলা চালানো নিছক এক চরম শয়তানী কাজ।”
/anm-bengali/media/media_files/2025/04/13/1000187063-123321.webp)
মন্ত্রী জানান, এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করতে ইউক্রেন ইতোমধ্যেই বিস্তারিত তথ্য সংগ্রহ ও শেয়ার করা শুরু করেছে। তার মতে, এই বর্বর হামলা শুধু একটি শহরের উপর নয়, গোটা মানবতার উপরই আঘাত।
রাশিয়ার পদক্ষেপের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতির আহ্বান রাশিয়া ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এর মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে, শান্তি তাদের লক্ষ্য নয়।”
/anm-bengali/media/media_files/2025/04/13/1000187062-805584.webp)
মন্ত্রী বিশ্ব সম্প্রদায় ও ইউক্রেনের আন্তর্জাতিক মিত্রদের প্রতি আহ্বান জানান—রাশিয়ার উপর আরও কড়া চাপ প্রয়োগ করার জন্য। তার বক্তব্য, “শক্তিই একমাত্র ভাষা, যা রাশিয়া বোঝে। এই ভয়াবহ সন্ত্রাস বন্ধ করতে হলে আমাদের সম্মিলিতভাবে দৃঢ় অবস্থান নিতে হবে।”