নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ইস্টার যুদ্ধবিরতি’-র প্রস্তাবে অবশেষে প্রতিক্রিয়া জানাল ইউক্রেন। যদিও সরাসরি ‘কিছু বলেননি ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা, তবে তাঁর বক্তব্যে স্পষ্ট সন্দেহের সুর।
/anm-bengali/media/media_files/2025/04/19/1000190362-412872.webp)
সিবিহা বলেন, "পুতিনের কথায় ভরসা করা যায় না। তিনি এখন ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির কথা বলছেন, অথচ মার্চ মাসে যখন আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি ছিলাম, তখন রাশিয়া বরং হামলা আরও বাড়িয়ে দেয়।" তিনি আরও বলেন, "পুতিন কথায় এক, কাজে আরেক। অতীতেও আমরা অনেকবার এমন মিথ্যে প্রতিশ্রুতি দেখেছি।"
/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
ইউক্রেন চায় রাশিয়া সত্যিকারের যুদ্ধবিরতিতে যাক—সব ফ্রন্টেই গুলি থামুক। সেই সঙ্গে আন্তর্জাতিক সমাজ এবং ইউক্রেনের মিত্রদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন সিবিহা। এই অবস্থায়, পুতিনের ঘোষিত ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হয়, সেটাই এখন দেখার। যুদ্ধবিরতির বদলে যদি আবারও হামলা চলে, তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।