নিজস্ব সংবাদদাতা: দুই দেশেই চলছে যুদ্ধ। তার মধ্যেই বন্দী বিনিময় করল ইউক্রেন ও রাশিয়া। যুদ্ধ শুরু হলে দুই দেশেই বেশ কিছু সেনা ধরা পড়ে। বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেন জানায় যে, তারা যুদ্ধবন্দী বিনিময় করবে। এরপর উভয় দেশ থেকেই ৪৫ জন সেনাকে যে যার দেশের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ইউক্রেনের হেফাজত থেকে ৪৫ জন রুশ সেনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপর দিকে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল স্টাফের প্রধান আন্দ্রি ইয়ারমাক জানান, ইউক্রেনের ৪৫ জন সেনা কর্মী এবং ২ জন বেসামরিক নাগরিককে ইউক্রেনে ফেরত পাঠানো হয়েছে। তবে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে যে, যে ৪৫ জন মুক্তি পেয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই গুরুতরভাবে জখম হয়েই দেশে ফিরেছেন।