নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী শুক্রবার কিয়েভের আকাশসীমায় ১১টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যা কর্তৃপক্ষ ৫১ দিনের মধ্যে ইউক্রেনের রাজধানীতে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা বলে অভিহিত করেছে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, "বর্তমানে যাচাই করা তথ্য অনুযায়ী, কৌশলগত বিমানের মাধ্যমে হামলাটি চালানো হয়েছে।" বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোনও ভূপাতিত করেছে, যা এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে জানিয়েছে পপকো। রাজধানীর ওবোলোন জেলায় ধ্বংসাবশেষ পড়ে স্থানীয় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেলেও বেসামরিক হতাহতের বা আবাসিক ভবন বা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।