খুন করতে কেমন লাগে! জানতেই এক মহিলাকে হত্যা তরুণের

খুন করতে কেমন লাগে জানতেই এক মহিলাকে খুন করলেন ব্রিটেনের এক যুবক।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: ব্রিটেনে একজন ক্রিমিনোলজি ছাত্রের বিরুদ্ধে এক মহিলাকে হত্যার  অভিযোগ উঠেছে।  ওই মহিলাকে হত্যার সময় অন্য আর একটি মহিলা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নাসেন সাদি নামের ২০ বছরের তরুণ  এই বছরের শুরুতে মে মাসে বোর্নমাউথের ডার্লি চাইন বিচে ৩৪ বছর বয়সি অ্যামি গ্রেকে হত্যা করেছিলেন। ঘটনায় লিনা মাইলস নামের ৩৮ বছরের এক মহিলা গুরুতর আহত হয়েছিলেন। সাদি এপ্রিল মাসের শুরু থেকেই খুন করার পরিকল্পনা করছিলেন। কিন্তু কেন তিনি ওই মহিলাকে খুন করেছিলেন, জানতে পেরে কার্যত অবাক হয়ে গিয়েছেন ব্রিটেনের পুলিশ। অভিযুক্ত তরুণ জানিয়েছেন, খুন করতে কেমন লাগে, তা জানতেই তিনি এই খুন করেছিলেন।