নিজস্ব সংবাদদাতাঃ উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদান থেকে সুদানের নাগরিকদের বড় আকারে সরিয়ে নেওয়ার পর আন্তর্জাতিক মিত্র জাতিসংঘ ও এনজিওগুলোর সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা প্রদানের বিকল্প খুঁজছে ব্রিটেন।সুদান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার সুদান থেকে মোট ২,১৯৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাণিজ্যিক পথে রওনা হওয়া ব্রিটিশ নাগরিকদের কনস্যুলার সহায়তা প্রদানের জন্য পোর্ট সুদানে একটি দল গঠন করা হয়েছে। ব্রিটিশ নাগরিক এবং ব্রিটেনের রাষ্ট্রপরিচালিত ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কর্মরত সুদানের চিকিৎসকসহ অন্যান্যদের বহনকারী আরও একটি ফ্লাইট পোর্ট সুদান থেকে আসবে বলে আশা করা হচ্ছে। সুদানের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক বিবৃতিতে বলেছেন, 'মানবিক ও কূটনৈতিক প্রচেষ্টার দিকে মনোনিবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং সুদানে সহিংসতা অবিলম্বে বন্ধের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।'
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যান্ড্রু মিচেল গত সপ্তাহে নাইরোবিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম সামোই রুটো এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন মুসা ফাকি মাহামতের সঙ্গে বৈঠক করেন। সুদানে আকস্মিক যুদ্ধ শুরু হওয়ার পর গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশ সবচেয়ে বড় আন্তর্জাতিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে, জাতিসংঘ সোমবার অনুমান করেছে যে সংঘাতের কারণে ৮০০,০০০ লোক দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে।
বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের এক হাজার ৮৭ জনকে সরিয়ে নিতে সহায়তা করেছে সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রয়্যাল নেভির একটি জাহাজ বন্দর সুদানে অবস্থান করবে এবং সহায়তা অব্যাহত রাখবে।