আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলায়, আওয়ামী-বিএনপি সংঘর্ষ ! হত দুই

দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে ছিল বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি সামসু মিয়া ও আওয়ামী লীগ সভাপতি আবদুস সালামের দলের লোকেরা।

author-image
Debjit Biswas
New Update
Murder

নিজস্ব সংবাদদাতা : আজ বাংলাদেশের নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার সকাল ৬টায়, উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে, এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন—মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী আমিন মিয়া (২৮) ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে, একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আবদুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে তাদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়।

BANGLADESH KHUN

সর্বশেষ গত ৫ই মার্চ সামসু মিয়ার লোকজন হামলা চালিয়ে, গ্রামে উঠলে তাদের সামনে টিকতে না পেরে গ্রামের বাইরে অবস্থান নেন আবদুস সালাম গ্রুপের লোকজন। পরে আজ শুক্রবার ভোরে আবদুস সালাম গ্রুপের লোকজন গ্রামে ওঠার চেষ্টা করলে বাঁধা দেন সামসু মেম্বারের লোকজন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে আবদুস সালাম গ্রুপের দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।