পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে অসম্মান! আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পাক সরকারের

পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে অপমান করলেন আফগানিস্তানের দুই কূটনীতিক।

author-image
Tamalika Chakraborty
New Update
জোকগেূোল

নিজস্ব সংবাদদাতা: আফগান কূটনীতিকরা পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াননি বলে অভিযোগ উঠেছে। তাঁরা পাকিস্তানের জাতীয় সঙ্গীত চলাকালীন বসে ছিলেন এবং তাঁদের ফোনে ব্যস্ত ছিলেন। পাকিস্তানে 'অসম্মান'  করা হয়েছে বলে পাক নাগরিকরা নিন্দা করে এবং বলে যে এই "অপমান" কূটনৈতিক নিয়মের পরিপন্থী। ঈদ উপলক্ষে পেশোয়ারে রহমত-উল-আলামিন সম্মেলন অনুষ্ঠিত হয়। আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

pakistan pm .jpg

২০২১ সালে আফগানিস্তান সরকারের পতন হয়। তালিবান ক্ষমতা দখল করে। সেই সময় পাকিস্তানের মদত ছিল বলে বার বার অভিযোগ উঠতে থাকে। এমনকী তালিবান সরকার গঠনের পর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর দুই উচ্চপদস্থ আধিকারিক আফগানিস্তানে যান। কিন্তু তারপর থেকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের অবনতি হতে দেখা যায়। একাধিকবার দুই দেশের মত বিরোধ প্রকাশ্যে এসেছে।