Breaking: ফের জটিল পরিস্থিতি, ভারত-পাকিস্তান DGMO বৈঠকের সময় বদল, দুপুরে না এবার সন্ধ্যায় হবে বৈঠক
BREAKING: সোমবার দুপুরে পাকিস্তানে হল ধামাকা! কেঁপে গেল
BREAKING: পাক উত্তেজনার মাঝেই রাজস্থানের স্টেডিয়ামে হামলার হুমকি! সঙ্গে সঙ্গে খালি করা হল
BREAKING: "আমাদের প্রতিবেশীদের জানি"- ভারত-পাক উত্তেজনার মাঝে এবার বিস্ফোরক ইসরোর চেয়ারম্যান!
একটি যুগের অবসান হলো- বিরাট কোহলি
ভাববেন না যে পাকিস্তান বসে থাকবে- সোজা সতর্কবার্তা!
তোমাকে মিস করব চিকস
শুরু ভারত-পাকিস্তান গুরুত্বপূর্ণ বৈঠক, মুখোমুখি দুই দেশের DGMO, যুদ্ধের ভবিষ্যৎ জানা যাবে এরপরেই
ভারত-পাকিস্তান সংঘর্ষে বন্ধ, এবার খুলছে এই ৩২টি বিমানবন্দর

টুইটারের বিকল্প থ্রেডস ! লঞ্চ করতেই ১০ মিলিয়ন ব্যবহারকারী

টুইটারের সঙ্গে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে মেটা। লঞ্চ হল মেটার নতুন অ্যাপ থ্রেডস।

author-image
Ritika Das
New Update
threads.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছে মেটা। সম্প্রতি মেটা থ্রেডস নামে একটি অ্যাপ তৈরি করেছে। বলা হচ্ছে, টুইটারের বিকল্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে এই থ্রেডস। মেটার ইনস্টাগ্রাম টিম এই থ্রেডস অ্যাপটি তৈরি করেছে। 

মেটার তরফে জানানো হয়েছে, ইনস্টাগ্রামের একটি টেক্সট ভার্সন হবে এই থ্রেডস। এর মাধ্যমে ব্যবহারকারীরা কথোপকথন করতে পারবেন। ৫০০ ক্যারেক্টর পর্যন্ত টেক্সট করা যাবে। একই সঙ্গে লিঙ্ক, ছবি এবং ভিডিও শেয়ার করা যাবে। গত বুধবার রাতে এই থ্রেডস অ্যাপটি অ্যাপল এবং গুগল অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরগুলিতে লঞ্চ করে। মেটার সিইও মার্ক জুকারবার্গ জানান, লঞ্চ করার প্রথম ৭ ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন  ব্যবহারকারী সাইন আপ করেছিল।