নিজস্ব সংবাদদাতা: রবিবার তুরস্কে চলছে সেদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। তুরস্কের রাষ্ট্রপতি হিসাবে দীর্ঘ সময় অতিক্রম করেছেন রিসেপ তাইয়েপ এরদোগান। এবার তার প্রতিপক্ষে এসে দাঁড়িয়েছেন কেমাল কিলিচদারোগলু। আজই তুরস্কবাসীরা রায় দেবেন রিসেপ তাইয়েপ এরদোগান অথবা কেমাল কিলিচদারোগলুর পক্ষে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় উভয় প্রার্থীই ট্রেন্ডিংয়ে রয়েছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে তুরস্কের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে শোরগোল চলছে। অনেকেই নিজেদের পছন্দের প্রার্থীর নাম সামনে এনেছেন। ভোট দেওয়ার পর ব্যালটের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকেই। কারও পছন্দে রয়েছেন কেমাল কিলিচদারোগলু, কারও আবার পছন্দ রিসেপ তাইয়েপ এরদোগানকে। ফলে উভয় পক্ষেরই মতামত সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। তবে বর্তমানে শুধু সময়ের অপেক্ষা, ভোট গ্রহণ পর্ব শেষ হলেই জানা যাবে কে হবেন তুরস্কের রাষ্ট্রপতি।