নিজস্ব সংবাদদাতা: চলতি মাসের শুরুর দিকে ইজরায়েল সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা চালায়। যার জেরেই ইরান স্থানীয় সময় শনিবার রাত থেকে ইজরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। ড্রোন দিয়ে হামলা চালায়। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখাল তুরস্ক। তুরস্কের বিদেশ মন্ত্রকের তরফে ইরানের নেতাদের পাশাপাশি ইজরায়েলকে প্রভাবিত করা পশ্চিমা দেশগুলোকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। উত্তেজনা বন্ধ করার আহ্বান জানানো হয়। তুরস্কের মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "আমাদের অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা সব ধরনের চেষ্টা করে যাবো। কিন্তু এভাবে উসকানি দিলে বিশ্বে সংঘাত ক্রমেই বেড়ে যাবে।"