নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান উভয় পক্ষকে সংঘাতের অবসান ঘটিয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়, 'এরদোগান আল-বুরহান ও দাগালোর সঙ্গে পৃথক ভাবে টেলিফোনে কথা বলেছেন।' বিবৃতিতে বলা হয়, 'এরদোগান উভয় কমান্ডারকে বলেছেন যে তুরস্ক সুদানের ঘটনাগুলো উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সংঘাতের অবসান ঘটিয়ে সংলাপে ফিরে আসার জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছে।'