উত্তাল ফ্রান্স: শান্তির বার্তা রাষ্ট্রপতির

ফের উত্তাল হয়েছে ফ্রান্স। এবার শান্তির বার্তা দিলেন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
e

নিজস্ব সংবাদদাতা: পুলিশের গুলিতে এক ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যুতে ফের একবার উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। মঙ্গলবার প্যারিসের শহরতলী ন্যান্টেরে ট্রাফিক বিধি লঙ্ঘনের জন্য নাল নামের ওই কিশোরকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে।

Mounia, identified by CNN affiliate BFMTV, gestures as she sits atop a truck during a march for 17-year-old Naël in the Paris suburb of Nanterre on June 29. 

এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। এবার এই বিষয়ে ফ্রান্সের জনগণকে শান্তির বার্তা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি সহিংসতাকে অযৌক্তিক বলে দাবি করেছেন। এছাড়াও দাঙ্গা রুখতে ৪০ হাজার কর্মকর্তা নিয়োগ করেছেন ম্যাক্রোঁ।