নিজস্ব সংবাদদাতাঃ তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের অন্যতম প্রধান বিরোধী রাচেদ ঘানুচিকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে এন্নাহদা পার্টি। ইসলামপন্থি অনুপ্রাণিত এন্নাহদা এক বিবৃতিতে জানিয়েছে, ২০২১ সালের জুলাইয়ে সাইদ চেম্বার ভেঙে দেওয়ার আগে পার্লামেন্টে সবচেয়ে বড় দল ছিল। বিবৃতিতে বলা হয়, "এন্নাহদা এই অত্যন্ত গুরুতর ঘটনার নিন্দা জানিয়েছে এবং রাচেদ ঘানুচির অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে।" এন্নাহদার ভাইস প্রেসিডেন্ট মন্ডের লুনিসি বলেন, 'ঘানুচিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার আইনজীবীদের সেখানে যেতে দেওয়া হয়নি।' উল্লেখ্য, তিউনিসিয়ায় রাজনৈতিক ইসলাম নির্মূল করা হলে সেখানে 'গৃহযুদ্ধের' হুমকি দেওয়া হবে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর তাকে গ্রেফতার করা হয়।