Tsunami : ঘূর্ণিঝড়ের পর এবার তীব্র সুনামির আশঙ্কা

ফ্রান্সের (France) নিউ ক্যালেডোনিয়া অঞ্চলের লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প (Earthquake) আঘাত হেনেছে। ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়ায় সুনামির আশঙ্কা জারি করা হয়েছে।

author-image
Pritam Santra
New Update
tsunami

নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সের (France) নিউ ক্যালেডোনিয়া অঞ্চলের লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প (Earthquake) আঘাত হেনেছে। ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়ায় সুনামির আশঙ্কা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিকের এক সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, শুক্রবার লয়্যালটি দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। কিছু দিন আগেই সাইক্লোন মোচার তাণ্ডব গোটা বিশ্বের বজ্র কেড়েছিল। মায়ানমারে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ। এবার চর্চায় সুনামির (Tsunami) আশঙ্কা।